মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাথমিক বিদ্যারয়ের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে রবিবার উপজেলার পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থী-অভিভাবকরা বিক্ষোভ ও প্রতিবাদ করেছে। ছাত্র-ছাত্রীদের বরাদ্দকৃত উপবৃত্তির টাকা সম্পূর্ণ না দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন খরচ বাবদ কেটে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা জানান, ১২ মাসে ৪ কিস্তির উপবৃত্তির টাকা দেওয়ার সময় ২ শ থেকে ৪ শ’টাকা পর্যন্ত কেটেরাখা হচ্ছে। তাছাড়া টয়লেট পরিস্কার ও বিদ্যুৎ বিল বাবদ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মাসিক ৫০ টাকা করে নিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীদের শান্তনা দিতে গিয়ে উপজেলা সহকারি শিক্ষা অফিসার আমিনুর রহমান বলেন, এ টাকা থেকে ১ পয়সাও কেটে নেওয়ার নিয়ম নেই। যদি কেউ নিয়ে থাকে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক লুৎফুন নাহার জানান, শিক্ষা অফিসের নিয়ম অনুযায়ী আমরা টাকা দিয়েছি। একটু মিষ্টেক হতে পারে। এই ঘটনা নিয়ে এলাকার একটি মহল আমাকে বিদ্যালয় হতে সরানের জন্য চক্রান্ত শুরু করেছে।
জনকন্ঠ